
ছবিঃ সংগৃহীত
একটি প্রকল্পের স্থান পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর মন্তব্য করেন, "আপনারা তো অফিস থেকে বের হন না, কোট-টাই পরে বসে থাকেন। জনগণের টাকা এইভাবে নষ্ট করলে হবে না। এই সময় বাড়ানো এবং টাকা বাড়ানো আসলে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়াবে।"
তিনি আরও বলেন, "আমি এক পয়সাও বাড়াবো না, তবে সময় কিছুদিন বাড়াতে পারি। টাকা বাড়ানোর জন্য আমি কিছু করবো না, যদি আমি থাকি। যদি টাকা বাড়াতে হয় তাহলে কর্মকর্তারা বাড়ি চলে যাবেন। প্রকল্পের টাকা বাড়ালে কর্মকর্তাদের বাড়ি চলে যেতে হবে।"
পরিদর্শনকালে তিনি নিজে পুরো বিল্ডিংয়ের প্রতি তলার রুমগুলোতে ঘুরে ঘুরে দেখেন এবং প্রকল্পের অবস্থা পর্যবেক্ষণ করেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1EuAYDDS1y/
মারিয়া