
ছবি: সংগৃহীত
দৈনিক জনকন্ঠের কাছে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার জীবনের বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের কালো অধ্যায় স্মরণ করেন আজ ঈদের দিন। তিনি তার ফ্যাসিবাদী আমলের ঈদ কান্নার দুর্বিষহ যন্ত্রণার কথা তুলে ধরেন, যেখানে তিনি ও তার পরিবারের সদস্যরা একের পর এক রাজনৈতিক নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছিলেন।
বাবুল বলেন, "এটা ঠিক মানে ঈদ মানে আনন্দ, মুসলিম উম্মাহ যে যেখানে আছেন প্রত্যেকেরই একটি আনন্দ দিন, খুশির দিন। দুর্ভাগ্যজনকভাবে, শুধু আমি নয়, আমরা দীর্ঘ ১৭ বছর যাবত একটি দুর্বিষহ অবস্থায় ঈদ পালন করেছি। আমরা দেখেছি অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারানোর অবস্থায় নানা ধরনের দুর্ভোগ ও ফ্যাসিবাদের অবস্থা ভোগ করেছে। শুধু পরিবার নয়, পুরো বাংলাদেশে এই দুর্ভোগ ছড়িয়ে পড়েছিল। রাজনীতির কারণে, শুধুমাত্র রাজনৈতিক কারণে আমার নামে ১২৮টি মিথ্যা মামলা হয়েছে। বাসায় থাকতে পারিনি, কোথাও থাকতে পারিনি। নানা বছরের দুর্ভোগ পোহাতে হয়েছে। আল্লাহর রহমতে, গত ৫ আগস্ট থেকে সেই দুর্ভোগের যন্ত্রণা শেষ হয়েছে। আমরা এখন প্রাণ খুলে এলাকা বাসীর সাথে মত বিনিময় করতে পারি, জীবন যাপন করতে পারি।"
তিনি বলেন, এ দিনটির জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। যে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এ ফ্যাসিবাদমুক্ত , জালিম মুক্ত বাংলাদেশ পেলাম, আজকের এই দিনে আমরা তাদের স্মরণ করছি।
কানন