ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

জনগণের ভোটে সরকারও গঠন করতে পারিঃ সারোয়ার তুষার

প্রকাশিত: ০২:১৮, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:২০, ১ এপ্রিল ২০২৫

জনগণের ভোটে সরকারও গঠন করতে পারিঃ সারোয়ার তুষার

ছবিঃ সংগৃহীত

চ্যানেল ২৪-এর মুক্তবাক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার দাবি করেছেন যে, তারা জনগণের ভোটে সরকারও গঠন করতে পারেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট মনজুর আল মতিন প্রশ্ন করেন, "একটা বিষয় আলোচনা হচ্ছে আপনার বক্তব্যকে ঘিরেই যে বিএনপি আগামী নির্বাচনে হয়তো সরকার গঠন করতে পারে এবং আপনারা মনে করছেন যে আপনাদের বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা কি হাল ছেড়ে দিচ্ছেন?"

এ প্রসঙ্গে সরোয়ার তুষার বলেন, "না, একদমই না। আমি এখানে মূলত অপ-সাংবাদিকতার শিকার হয়েছি। আলোচনার সময় মাত্র একটি মিডিয়া হাউসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা আমার বক্তব্য মিস ফ্রেমিং করেছে এবং অন্যান্য মিডিয়া সেটি কপি-পেস্ট করেই প্রচার করছে।"

সরোয়ার তুষার বলেন, "আমি বলেছিলাম যে এখনো ৫৯% ভোটার সুইং ভোটার। তারা এখনো সিদ্ধান্ত নেননি কোন দিকটায় যাবেন। প্রতিষ্ঠিত দলগুলোই জনগণের ভোটে ক্ষমতায় আসবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ নতুন দলগুলোও উঠে এসেছে এবং শ্রীলঙ্কার মতো পরিস্থিতি এখানেও ঘটতে পারে।"

তিনি আরও বলেন, "প্রতিটি দলের বিরোধী দলে যাওয়ার মানসিকতা ও প্রস্তুতি থাকা উচিত। বিরোধী দলে গেলে দলের চরিত্র তৈরি হয়। উদাহরণ হিসেবে বলা যায়, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল জিয়াউর রহমানের সময়, তবে তাদের রাজনৈতিক চরিত্র গঠিত হয়েছিল সামরিক শাসনের মধ্য দিয়ে।"

সরোয়ার তুষার বলেন, "আমরা মনে করি, নির্বাচনের আগে সময় খুব কম। ৮-৯ মাস বা ১ বছর যা-ই থাকুক না কেন, আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি। ঈদের পর যদি আমরা সারা দেশে নেমে পড়তে পারি, তবে এটি আমাদের জন্য যথেষ্ট সময়। আমরা ভালো ফলাফল আনতে পারি এবং এমনকি এখন যেটা কল্পনাও করা যাচ্ছে না, সেটাও ঘটতে পারে—অর্থাৎ, আমরা জনগণের ভোটে সরকারও গঠন করতে পারি।"

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1138409858062070&rdid=P4C9kSene3eLfI7P

×