
নগরবাসীর নিশ্চিন্ত ঈদ উদযাপনে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে সেনাবাহিনীর নিরাপত্তার চাদর।ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেমেছে।
লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড ও মহাসড়কগুলোতে নিরাপত্তা জোরদার করে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করছে তারা। পাশাপাশি শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে।
সেনাবাহিনী রাজধানীর বিভিন্ন পয়েন্টে দিনে ও রাতে টহল পরিচালনা করছে। সরু গলিগুলোতে পায়ে হেঁটে টহল দিচ্ছে সেনা সদস্যরা। স্পর্শকাতর এলাকাগুলোতে বসানো হয়েছে চেকপয়েন্ট, যেখানে সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে।
এছাড়াও, ডাকাতি প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী বিশেষ কার্যক্রম পরিচালনা করছে।
দেশব্যাপী শান্তিপূর্ণ ও আনন্দঘন ঈদ উদযাপনের জন্য সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ঈদের দিন ও পরবর্তী সময়ে সাধারণ মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তারা।
আফরোজা