
ছবি: সংগৃহীত
চাঁদপুরে শহীদ আজাদের পরিবারের খোঁজ নিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগ ও দিল্লির প্রসঙ্গে কঠোর অবস্থান জানান। তিনি বলেন,
"বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও দিল্লির প্রশ্নে কোনো আপস করবে না। যারা হত্যাযজ্ঞ ঘটিয়েছে, শহীদ আজাদ হাজীগঞ্জের অন্যতম শহীদ। তাদের পরিবারের সঙ্গে কথা বলে আমরা যে তথ্য পেয়েছি, তাতে দেখা যাচ্ছে— যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে আসছে এবং বেরিয়েই শহীদ পরিবারের ওপর হুমকি দিচ্ছে।"
তিনি আরও বলেন,
"সরকার ও প্রশাসনের যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি আমাদের দলীয় পক্ষ থেকে আহ্বান— দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপি-জামাত এবং জাতীয় নাগরিক পার্টির সকলে মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ হব। শেখ হাসিনাকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি, কিন্তু তিনি যাদের রেখে গেছেন, তারা এখনো চাঁদপুরসহ সারাদেশে ঘুরে বেড়াচ্ছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি— আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস করা যাবে না।"
কানন