ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

যত বাঁধাই আসুক আমরা নতুন বাংলাদেশ গড়বো: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২২:৫৩, ৩১ মার্চ ২০২৫

যত বাঁধাই আসুক আমরা নতুন বাংলাদেশ গড়বো: প্রধান উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৩১ মার্চ ২০২৫ তারিখে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামায়াতে অংশ নিয়ে বলেছেন, "যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের থাকতে হবে।" তিনি বলেন, "মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্যকে অটুট রাখার আহ্বান জানাই।" জামাত শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করি এবং আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করি।"

এদিন, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1A9BojhCbh/

মারিয়া

×