
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেছেন, "তিনি সব কিছুর ঊর্ধ্বে একজন মা, তবুও দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যাননি।"
আসিফ আকবর উল্লেখ করেন, দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বেগম খালেদা জিয়া। কারাভোগ, অন্যায়-অত্যাচারের শিকার হয়েও তিনি দেশ ছাড়েননি। বরং তিনি নিজেই স্পষ্ট করে বলেছেন, "বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই।"
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এখানেই ফ্যাসিস্ট রাজনীতিকদের সঙ্গে বেগম জিয়ার মূল পার্থক্য। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি দেশের মাটিতে রয়ে গেছেন। এরই মধ্যে তিনি হারিয়েছেন তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে। তবে বর্তমানে তিনি রয়েছেন তার বড় সন্তান জনাব তারেক রহমানের সাথে, যেখানে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনী ব্যারিস্টার জাইমা রহমানও আছেন।
বেগম খালেদা জিয়ার প্রতি নিজের ব্যক্তিগত ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, "আমি ব্যক্তিগতভাবে বেগম জিয়ার অনুগত একজন জাতীয়তাবাদী। আমার দৃষ্টিতে, তিনি দেশের সর্বোচ্চ পর্যায়ের অবিসংবাদিত জাতীয় নেতাদের কাতারে পৌঁছে গেছেন।"
তিনি আরও বলেন, দেশের মানুষের জন্য যিনি এত ত্যাগ স্বীকার করেছেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা উচিত সবার। পরিবারের সান্নিধ্যে তার এবারের ঈদ আনন্দমুখর হয়ে উঠুক—এই কামনায় তিনি বেগম জিয়ার জন্য দোয়া ও শুভকামনা জানান।
এম.কে.