ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি, দোষীদের বিচার প্রধান: নাহিদ ইসলাম

প্রকাশিত: ২২:০৯, ৩১ মার্চ ২০২৫

তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি, দোষীদের বিচার প্রধান: নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা তিনটি মূল এজেন্ডা নিয়ে এগিয়ে চলেছে। সোমবার (৩১ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, এবারের ঈদটি দেশের জন্য বিশেষ, কারণ এটি স্বৈরাচারমুক্ত প্রথম ঈদ। তিনি আশা করেন, এই ঐক্য এবং সম্প্রীতি সারাবছর ধরে থাকবে। অনেক শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জন ছাড়া ঈদ উদযাপন করছেন, যা তাদের জন্য খুবই কষ্টকর। এনসিপি সেই পরিবারের পাশে থাকার চেষ্টা করেছে এবং তাদের সমর্থন প্রদান করেছে।

এনসিপি এই ঈদকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। নাহিদ ইসলাম বলেন, তাদের দলের প্রধান লক্ষ্য হচ্ছে তিনটি এজেন্ডা - বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। তিনি জানান, দলের প্রথম এজেন্ডা হল দোষীদের বিচার নিশ্চিত করা। ভবিষ্যতে তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সারাদেশ সফরের মাধ্যমে এটি ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, তাদের তিনটি এজেন্ডার বাস্তবায়নে জনমত তৈরি করার জন্য তারা কাজ করবে।
 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/14YW2XnBqA/

মারিয়া

×