ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

রয়টার্সের প্রতিবেদন

এখনি জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির: রয়টার্স

প্রকাশিত: ২১:০৬, ৩১ মার্চ ২০২৫; আপডেট: ২১:০৮, ৩১ মার্চ ২০২৫

এখনি জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির: রয়টার্স

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশজুড়ে অস্থিতিশীলতা এবং জনগণের মধ্যে "প্রচণ্ড ক্ষোভ" সৃষ্টি হওয়ার সতর্কতা দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল, বিএনপি। এটি এমন এক সময়ে বলা হলো যখন বাংলাদেশে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলছে। যেখানে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, নির্বাচনের সম্ভাব্য তারিখ ২০২৬ সালের জুন পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

দীর্ঘ সময় ধরে ভারতকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে রাখা শেখ হাসিনা গেল  আগস্ট মাসে, শিক্ষার্থীদের বিক্ষোভের পর ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর সরকারের দায়িত্বভার গ্রহণ করেন ড. ইউনূস।

গেল মঙ্গলবার ড. ইউনূস এক ভাষণে বলেন, আগামী ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে; যা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার কথা বলেছেন।

বিগত নির্বাচনগুলোয় বিএনপি এবং পশ্চিমা কিছু দেশ এই নির্বাচনকে প্রসঙ্গে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে, যা শেখ হাসিনা সরকার সেসময় বরাবর অস্বীকার করেছেন।

বিএনপির নেতা আব্দুল মঈন খান বলেছেন, তারা সরকারকে নির্বাচন যত দ্রুত সম্ভব আহ্বান করতে বোঝানোর চেষ্টা করবেন এবং ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার জন্য একমতে আসতে বলবেন। খান আরও বলেন, "ডিসেম্বরের পর পরিস্থিতি আরও জটিল হবে এবং জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে।"

 বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বার্তা সংস্থা রয়টার্সকে আরো বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, আগামী এক বছরের মধ্যে কোনো নির্বাচন হলে তাঁর দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ঘোষণার পর লন্ডনে তাঁর স্বেচ্ছা আরোপিত নির্বাসন থেকে ঢাকায় ফিরে আসবেন।

আলাদা করে, বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর নতুন ছাত্র সংগঠন, জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে। তাঁর দল নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যেকোনো দলের সঙ্গে খুশি মনে কাজ করবে। বিএনপি মনে করে যে তাদের দলের জনপ্রিয়তা আগামী এক বছরের মধ্যে একটি নির্বাচনে সহজে বিজয় লাভ করতে সক্ষম হবে। তবে, বিএনপি নেতারা এখনও কোনো নির্বাচন পূর্ব জোট গঠনের পরিকল্পনা করেননি।

সাম্প্রতিক মাসগুলোতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে আদালতের আদেশ বাতিল হওয়ায়, তাদের দেশে ফিরে আসার সম্ভাবনা বেড়েছে। 

এখন দেখা যাচ্ছে, বাংলাদেশে এক অস্থির রাজনৈতিক পরিবেশ তৈরি হতে পারে, এবং এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবে, যাদের মাধ্যমে হয়তো কিছু সমঝোতা ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান করা যেতে পারে।

ফুয়াদ

×