ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, ঈদ শুভেচ্ছা বিনিময় ও পাকিস্তান সফরের আমন্ত্রণ

প্রকাশিত: ২০:৩৬, ৩১ মার্চ ২০২৫; আপডেট: ২০:৩৬, ৩১ মার্চ ২০২৫

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, ঈদ শুভেচ্ছা বিনিময় ও পাকিস্তান সফরের আমন্ত্রণ

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, সোমবার (৩১ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং অধ্যাপক ইউনূসকে আগামী কয়েক মাসের মধ্যে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

অধ্যাপক ইউনূসও পাকিস্তানের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আগামী এপ্রিল মাসে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার বাংলাদেশ সফর করবেন। তার সফরের মূল উদ্দেশ্য হবে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস ও শাহবাজ শরিফ এর আগে গত ডিসেম্বরে কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে এবং গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সাক্ষাৎ করেছিলেন।

ইমরান

×