ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

গণহত্যার বিচার হতেই হবে: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ২০:২৪, ৩১ মার্চ ২০২৫

গণহত্যার বিচার হতেই হবে: ডা. শফিকুর রহমান

জুলাই আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হতেই হবে। তাহলেই কিছুটা হলেও সান্ত্বনা পাবে শহীদ পরিবার।আজ ঈদের দিন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিয়ে এ কথা বলেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, "শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ অপকর্ম যারা করেছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তবে এটাও ঠিক, যারা খুনের দায়ে খুনি, তাদের বিচার অবশ্যই হতে হবে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের জনগণ এমন একটি বিচার দেখতে চায়, যাতে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার স্বার্থেই এই বিচার হওয়া জরুরি।"

ঈদের এই শুভদিনেও শহীদ পরিবারগুলোর যন্ত্রণা তুলে ধরে জামায়াত আমির বলেন, "আমরা চাই, এই বিচার এমন দৃষ্টান্ত হোক, যা ইতিহাসে ন্যায়বিচারের উদাহরণ হয়ে থাকবে।"

আফরোজা

×