
ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, "বাংলাদেশের ইতিহাসে এমন আনন্দমুখর ঈদ খুব কমই হয়েছে। সত্যিকার অর্থে, আজকের ঈদের র্যালি, ঈদের জামাতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া গুরুত্বপূর্ণ বার্তা—এসবই প্রমাণ করে যে এ ঈদ ব্যতিক্রমী।"
সোমবার (৩১ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, "প্রধান উপদেষ্টা আজ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, বিভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। এ বার্তাটি অত্যন্ত শক্তিশালী এবং আজকের রিসেপশনেও তিনি সেটি পুনরায় তুলে ধরেছেন।"
তিনি আরও বলেন, "ঈদের এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের গুণীজন উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা এসেছেন, বিচার বিভাগের বিশিষ্টজনরা এসেছেন, কূটনীতিকরা এসেছেন। সবার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার একটাই বার্তা—বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভক্ত থাকতে পারি না, বাংলাদেশ বিভক্ত হওয়ার সামর্থ্য রাখে না। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে হবে। কেউ যেন কাউকে দূরে সরিয়ে না রাখে। আমাদের নতুন একটা বাংলাদেশ করতে হবে।"
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1481009236258570&rdid=wJWYPcKyPIpcLgdo
ইমরান