ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪১, ৩১ মার্চ ২০২৫

দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমাসে নতুন মূল্য নির্ধারণের যে পরিকল্পনা রয়েছে, তার আওতায় ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য বিদ্যমান মূল্য বহাল রাখা হয়েছে।

প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নিম্নলিখিত দাম ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর থাকবে।

ডিজেল: প্রতি লিটার ১০৫.০০ টাকা,কেরোসিন: প্রতি লিটার ১০৫.০০ টাকা,অকটেন: প্রতি লিটার ১২৬.০০ টাকা,পেট্রোল: প্রতি লিটার ১২২.০০ টাকা।

আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারের লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা, যাতে ভোক্তারা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে পারেন। গত মাসে বিশ্ববাজারে মূল্য কিছুটা ওঠানামা করলেও সরকার এ মাসে মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা ভোক্তা ও পরিবহন খাতের জন্য স্বস্তিদায়ক হবে।

আফরোজা

×