
ছবিঃ সংগৃহীত
আজকের দিনকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "আমরা যেন পরস্পরকে ধারণ করি, যত রকম দূরত্ব ছিল, সেখান থেকে সরে আসতে পারি। এতে সমাজের মঙ্গল নিহিত রয়েছে।"
সোমবার (৩১ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "ঈদের মূল বার্তা হলো পারস্পরিক সমঝোতা, অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া। আমরা এমন একটি দিন স্থির করতে পেরেছি, যা আমাদের জন্য এক মহা আশীর্বাদ।"
তিনি আরও বলেন, "আজকের দিনে আমরা সবাই একত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। সাধারণত আমার পক্ষে এত মানুষের সঙ্গে দেখা করা কঠিন হয়ে ওঠে। তাই আজকের এ সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমরা ঈদের মহাউৎসব উদযাপন করেছি। এই দিনে কোলাকুলি করাই ধর্মের বিধান, এতে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়।"
তিনি সমাজের মঙ্গল ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, "আমরা যেন আন্তরিকতার সঙ্গে পরস্পরের কাছাকাছি আসতে পারি, দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধ হতে পারি। কারণ, ঐক্যবদ্ধ হওয়া আমাদের জন্য, এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি।"
প্রধান উপদেষ্টা আরও বলেন, "আজকের দিনটি যেন আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে প্রত্যেকে নিজের ইচ্ছামতো নিরাপদে চলতে পারে, কাউকে ভয় বা ভীতির মধ্যে থাকতে না হয়। আমরা সকলের মঙ্গল কামনা করি, জাতির শান্তি চাই এবং সারা পৃথিবীর জন্য শান্তি কামনা করি।"
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ইমরান