ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

নতুন বাংলাদেশে সুলতানী আমলের ঈদকে কেন্দ্র করে শতবর্ষের ইসলামী ঐতিহ্যকে পুনরুজ্জীবিত হয়েছে:স্থানীয় সরকার উপদেষ্টা

প্রকাশিত: ১৮:৪৪, ৩১ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৪৪, ৩১ মার্চ ২০২৫

নতুন বাংলাদেশে সুলতানী আমলের ঈদকে কেন্দ্র করে শতবর্ষের ইসলামী ঐতিহ্যকে পুনরুজ্জীবিত হয়েছে:স্থানীয় সরকার উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, "আমরা যেনো জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ এবং আহতদের ভুলে না যাই, তাঁদের আত্নত্যাগের বিনিময়ে এবারের ঈদ নতুনভাবে পালিত হচ্ছে। সুলতানী আমলের ঈদকে কেন্দ্র করে শতবর্ষের ইসলামী ঐতিহ্যকে(ঈদ আনন্দ মিছিল ও ঈদ আনন্দ মেলা) পুনরুজ্জীবিত করা হয়েছে।"

আজ(সোমবার) মানিক মিয়া এভিনিউতে ঈদ আনন্দ মিছিল শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, আগামীদিনে প্রতি বছর আমরা বৃহৎ পরিসরে সমবেতভাবে দেশব্যাপী ঈদ আনন্দ উদযাপন করবো। ঘরে বসে টিভি দেখে ঈদকে শুধু পরিবার কেন্দ্রিক না করে, সম্মিলিতভাবে ঈদ আনন্দ মিছিল, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে একসাথে সুখ-দুঃখ ভাগ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য শেষে আসিফ মাহমুদ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দুই দিনব্যাপী আয়োজিত ঈদ আনন্দ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।

এর আগে উপদেষ্টা আগারগাঁওস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের জামাত শেষে সুলতানী আমলের ইসলামী ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। ৪০০ বছরের পুরনো ঐতিহ্য এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ আনন্দ মিছিলটি পেয়েছে আরও বর্ণিল রূপ। ঈদ আনন্দ মিছিলটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় দিয়ে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। ঈদ আনন্দ মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়।

আফরোজা

×