
ছবিঃ সংগৃহীত
ঈদের দিনেও আনন্দের বদলে শোক ভর করেছে আবু সাঈদের পরিবারে। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান আবু সাঈদকে হারিয়ে এবারের ঈদ উদযাপন করেছেন বৃদ্ধ বাবা-মা। ছেলে ছাড়া ঈদের উৎসব যেন বিষাদে পরিণত হয়েছে। মোনাজাতে প্রিয় সন্তানের জন্য কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন বাবা। প্রতিবছরই ছেলে নিয়ে ঈদ পালন করতেন তিনি, কিন্তু এবার ছেলের অনুপস্থিতি তাদের অন্তরে দুঃখের গভীরতা এনে দিয়েছে।
আবু সাঈদের বাবা বলেন, "এবার ছেলে নেই, অন্তরে অনেক দুঃখ।" তার মা কান্নায় ভেঙে পড়েছিলেন।
একজন শুভাকাঙ্ক্ষী জানান, "গত বছর যখন আমি ইতেকাফে বসেছিলাম, সে দশদিনের মধ্যে পাঁচদিনই আমার কাছে এসেছে। সে আমার সাথে বসে কথা বলত, এবং যেকোনো বিষয়ে আলোচনা করতো।"
মারিয়া