ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, বিএনপি-আ’লীগ সংঘর্ষ

প্রকাশিত: ১৭:৩৯, ৩১ মার্চ ২০২৫

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, বিএনপি-আ’লীগ সংঘর্ষ

ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধসহ মোট ৫ জন আহত হন।

পুলিশ অভিযানে ৯ জন আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে। সংঘর্ষটি সোমবার (৩১ মার্চ) দুপুরে রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় ঘটে। আহতদের মধ্যে সাব্বির (২৪), সুজাত (৩০), মহাসিন (২৭), জিয়া (৪৬) এবং তুষার ইমরান (২২) রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে, যা বিএনপির সমর্থকদের সঙ্গে উত্তেজনার সৃষ্টি করে। এরপর পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও গুলি চালায়, যার ফলে সুজাত গুলিবিদ্ধ হন।

পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালপুর থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1Abj4f49Qc/

মারিয়া

×