ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

আশা করি অন্তবর্তী সরকার প্রতিশ্রুতি পালন করবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৬:২৭, ৩১ মার্চ ২০২৫

আশা করি অন্তবর্তী সরকার প্রতিশ্রুতি পালন করবে: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "ঈদ মোবারক, আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি।" তিনি আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ বীর উত্তম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্রসহ গণতান্ত্রিক আন্দোলন ও ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, "গণতন্ত্রের জন্য বিগত ১৫ বছর এবং জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি।" তিনি দেশবাসীর সুখ-শান্তি ও আনন্দের জন্য প্রার্থনা করে বলেন, "এই ঈদে প্রত্যেকটি মানুষ যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, সেই দোয়া করেছি।"

এছাড়া, মির্জা ফখরুল ইসলামের প্রত্যাশা, অন্তবর্তীকালীন সরকার জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা তারা পূর্ণ করবেন। তিনি বলেন, "আমরা আমাদের দলের পক্ষ থেকেও সেই প্রতিশ্রুতি পূরণ করবো এবং আশা করি, দায়িত্ব গ্রহণকারীরা তাদের দায়িত্বে সফল হবেন।"


তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/16K4djNUGD/

মারিয়া

×