ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

এই দেশের রাজকীয় ইতিহাসকে যেন পুনরায় জীবন্ত করা

প্রকাশিত: ১৪:১৭, ৩১ মার্চ ২০২৫; আপডেট: ১৪:২০, ৩১ মার্চ ২০২৫

এই দেশের রাজকীয় ইতিহাসকে যেন পুনরায় জীবন্ত করা

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের আনন্দ উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে এক অভিনব সাংস্কৃতিক শোভাযাত্রা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত চলেছিল।

 

বিশেষত্ব হলো এ আয়োজনটি সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যবাহী রীতি-রেওয়াজকে ফুটিয়ে তুলেছে। শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন হাজারো নাগরিক, যারা ঐতিহাসিক পোশাক পরিধান করে মোঘল আমলের আবহ তৈরি করেছিলেন।

 

 

শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ১৫টি ঘোড়ার গাড়ির সমাবেশ, যা দর্শকদের মোঘল আমলের রাজকীয় রীতি মনে করিয়ে দিয়েছে। ঈদের জামাত শেষ হওয়ার পরপরই ব্যান্ড সংগীতের তালে তালে বেজে উঠেছিল জনপ্রিয় ঈদী গান 'ও মোর রমজানের ওই রোজার শেষে'। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র জানিয়েছেন, "ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার জন্যই এমন আয়োজন করা হয়েছে।" এই শোভাযাত্রা সত্যিই ঢাকার গৌরবময় ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে।

আঁখি

×