ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদ মোবারক ফ্যাসিবাদ বিরোধী প্রিয় বাংলাদেশ: তালাত মাহমুদ রাফি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ৩১ মার্চ ২০২৫

ঈদ মোবারক ফ্যাসিবাদ বিরোধী প্রিয় বাংলাদেশ: তালাত মাহমুদ রাফি

ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে সমন্বয়ক তালাত মাহমুদ রাফি।

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। যেখানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঈদ উদযাপন করার আনন্দ প্রকাশ পেয়েছে স্পষ্টভাবে।

তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক ফ্যাসিবাদ বিরোধী প্রিয় বাংলাদেশ। দেশ এবং প্রবাসে অবস্থানরত সহযোদ্ধাদের জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।’’

জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণ করে রাফি বলেছেন, ‘সকল গাজী মুসলিম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শহীদদের পরিবারকে আল্লাহ শোক সহ্য করার ধৈর্য্য দান করুন। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম।’

মুমু

×