
ছবিঃ সংগৃহীত
‘আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা।’ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
জাতীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের জামাত শেষে জাতির উদ্দেশে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যারা ঈদের জামাতে শরীক হতে পারেন নাই, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা বোনেরা যারা ঘরে আছেন তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেছেন, হয়তো কেউ কেউ ঈদের জামাতে যেতে পারবেন, কেউ কেউ পারবেন না, জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি।’
জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে মোনাজাত হবে। মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থণা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ করে দিয়েছে, যেই বীর সন্তানরা আত্মহুতি দিয়েছে, আমরা যেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন যাপন থেকে বিচ্যুত হয়ে গেছেন, তাদের স্বাভাবিক জীবন যাপন ফিরিয়ে দেওয়ার জন্য যেন আমরা আল্লাহর কাছে প্রার্থণা করি। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি।
মুমু