ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

জাতীয় মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত, চলছে পরবর্তী জামাতের প্রস্তুতি

প্রকাশিত: ০৯:০৯, ৩১ মার্চ ২০২৫

জাতীয় মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত, চলছে পরবর্তী জামাতের প্রস্তুতি

ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররম মসজিদে ও রাজধানীর অন্যান্য জায়গাগুলোতে সুষ্ঠুভাবে ঈদ জামাত সম্পন্ন করার জন্য অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী। যেহেতু একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ, তাই তাদের প্রস্তুতি ও নিরাপত্তায় আছে বাড়তি সতর্কতা।

বায়তুল মোকাররমে বরাবরের মতো এবারও ৫ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সময়সূচি হলো : সকাল ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা‌ ও পৌনে ১১ টা। শুধুমাত্র ঢাকাই নয়, অন্যান্য জায়গা থেকেও মুসল্লিরা পরিবার পরিজন নিয়ে এখানে ঈদের জামাতে শরিক হন।

পরবর্তী জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং প্রথম জামাতের ইমাম ছিলেন ইমাম হাফেজ মোহাম্মদ মুফতি মহিবুল্লাহ বাকী।

পাঁচটি জামাতে পাঁচজন আলাদা আলাদা ইমাম জামাত পড়াবেন ও মোনাজাত পরিচালনা করবেন। মোনাজাতে তারা দেশ, জাতি, মুসলিমদের সার্বিক বিষয়ে আল্লাহর কাছে দোয়া ও সাহায্য চান।

সূত্র: https://www.facebook.com/share/v/15yZ8BZUzf/

মায়মুনা

আরো পড়ুন  

×