
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে আগের যেকোনো বারের চেয়ে এবার মুসল্লিদের সংখ্যা অনেক বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
ইতিমধ্যে দলে দলে মুসল্লিরা পৌঁছাতে শুরু করেছেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে সকাল ১০ টায় শুরু হবে ঈদের জামাত।
ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে আজকের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। প্রায় দেড় হাজার নিরাপত্তাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন ময়দানের চারিপাশে।
প্রতি বছরের মতো এবারও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কিশোরগঞ্জের আশপাশের এলাকা যেমন ময়মনসিংহ, ভৈরব থেকে মানুষ যেতে পারে শোলাকিয়া ময়দানে ঈদের জামাতে অংশ নিতে। ময়দানের চারিপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে। মানুষের চলাচল যাতে নির্বিঘ্ন হয়।
ঈদের নামাজ শেষ করেই আপনজনের সাথে আনন্দ উৎসবে মেতে উঠবেন মুসল্লিরা। ইসলাম ধর্মাবলম্বীরা চাইছেন ঈদ যেন সবার জীবনে একটা খুশির উপলক্ষ হয়ে আসে।
মুমু