
ছবি: সংগৃহীত।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি একটি ফেসবুক পোস্টে রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনির ইউটিউব ভিডিওতে উপস্থাপিত তথ্যকে 'ভুল ও মিথ্যা' বলে দাবি করেছেন।
শফিকুল আলম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, গোলাম মাওলা রনি দাবি করেছেন যে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ৪৬ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে তিনি প্রশ্ন তোলেন, "এই পরিমাণ তথ্য কোথা থেকে পেলেন রনি? অন্তবর্তীকালীন সরকার কি কখনও বলেছে যে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ৪৬ বিলিয়ন ডলার দেবে?"
তিনি আরও বলেন, রনির ভিডিওতে কিছু সংবাদপত্রের রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে, তবে বাস্তবে কোন সংবাদপত্র এমন প্রতিবেদন প্রকাশ করেছে, তার নির্দিষ্ট তথ্য নেই।
শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, গোলাম মাওলা রনির ভিডিওতে উপস্থাপিত তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি দাবি করেন, "তার ভিডিওগুলো মিথ্যা এবং অর্ধসত্যে ভরা। অনেক সময় তিনি সত্যটিকে এমনভাবে বাড়িয়ে বলেন যে, তা ভুল তথ্য হয়ে যায়। দুঃখের বিষয় হলো, তিনি যা বলেন, তা সম্পর্কে তার কোন ধারণা নেই। তবুও তিনি ইউটিউবার হতে চান!"
এ বিষয়ে গোলাম মাওলা রনির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে।
নুসরাত