ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

এবার আ. লীগের যেসব নেতাদের ঈদ কাটবে জেলখানায়!

প্রকাশিত: ০১:১৫, ৩১ মার্চ ২০২৫; আপডেট: ০১:২৯, ৩১ মার্চ ২০২৫

এবার আ. লীগের যেসব নেতাদের ঈদ কাটবে জেলখানায়!

ছবি: সংগৃহীত।

“পালাবো না, কোথায় পালাবো?” এমন হাস্যরসে ভরা অনেক বক্তব্য দিয়েছিলেন ওবায়দুল কাদের, কিন্তু এখন দেশের মানুষ জানেন না তিনি কোথায় আছেন। যদিও কাদের আত্মগোপনে থাকলেও, আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাকর্মী এখন জেলখানায়। ঢেউয়ের উত্থান আর পতনের মতো, জীবনের গতিবিধিও খুব চঞ্চল, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মীদের জীবনের গতিবিধি যেন হঠাৎ করেই থেমে গিয়েছিল।

গেল আট মাস আগে, যেই দলের নেতাকর্মীরা গণভবন থেকে শুরু করে মিন্টু রোডের রাজকীয় বাসভবন এবং গুলশান-বনানীর অভিজাত এলাকাগুলোর মালিক ছিলেন, সেই সবকিছু এখন তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। ২০২৪ সালের ঈদে যেসব নেতাকর্মীরা শেখ হাসিনার সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেছিলেন, দুর্ভাগ্যবশত এবার তাদের অনেককেই জেলখানায় থাকতে হচ্ছে।

আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যিনি এখন জেলখানায় রয়েছেন। একইভাবে, ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাটসহ নানা সম্পত্তির মালিক আব্দুর রাজ্জাকও এখন জেলখানায়।

তাছাড়া, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারসহ আরও অনেক নেতাকর্মী বর্তমানে জেলখানায় আছেন।

এছাড়া, সরকারের আমলে দায়িত্ব পালন করা পুলিশ সদস্য এবং আমলাদেরও জেলখানায় থাকার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আছেন সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, সাবেক আইজিপি শহিদুল হক, এবং পুলিশ বিভাগের ১৭ জন সাবেক কর্মকর্তাও জেলখানায় আছেন।

এতসব নেতাকর্মী এবং কর্মকর্তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, তবে তাদের কত ঈদ জেলখানায় কাটাতে হবে, তা নিয়ে কোনও নিশ্চিততা নেই।

নুসরাত

×