
ছবি: সংগৃহীত।
আজ রোববার, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে আয়োজিত হলো ‘চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান’। অনুষ্ঠানে দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে জানান, ‘‘সাদা সাদা, কালা কালা’’ - শিল্পকলা একাডেমী থেকে দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫৪ বছর পর প্রথমবারের মতো শিল্পকলা একাডেমীতে ঈদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে বলেন, “বেটার লেট দ্যান নেভার”, অর্থাৎ দেরিতে হলেও ভালো হয়েছে। আগামী বছর থেকে এই অনুষ্ঠানটি সারা দেশে আয়োজন করা হবে।
এছাড়া, ফারুকি আগামী দিনগুলোর পরিবর্তন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “কয়দিন পর নববর্ষেও পরিবর্তন দেখতে পাবো আমরা। চাকমা, মারমা, গারো, সাঁওতাল, বাঙালী সহ সব জাতিগোষ্ঠীর অনুষ্ঠান হবে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণে।”
ফারুকি আরও বলেন, সাংস্কৃতিক বিভাজন ছিল ফ্যাসিবাদের শক্তি, কিন্তু ‘বাংলাদেশ ২.০’-তে এই বিভাজন আর স্বাগত নয়। তিনি সকলের প্রতি ঈদ মোবারক জানান।
পোস্টের শেষে ফারুকি শিল্পকলা একাডেমীর সচিব, পরিচালক, সহকারী পরিচালকসহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি জানি ঈদ, চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ- এই তিন অনুষ্ঠানের জন্য কতটা বিশাল কর্মযজ্ঞের ভেতর রয়েছে ওরা। কিপ ইট আপ।”
ঈদের এই উৎসবের মাধ্যমে শিল্পকলা একাডেমী বাংলাদেশে সাংস্কৃতিক ঐক্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি সম্মান জানাতে এক নতুন যুগের সূচনা করছে।
নুসরাত