ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

জরুরি ভিত্তিতে দেশে ফিরলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান

প্রকাশিত: ২২:১৮, ৩০ মার্চ ২০২৫

জরুরি ভিত্তিতে দেশে ফিরলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান মায়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন।রবিবার (৩০ মার্চ) তিনি লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শর্মিলা রহমানের মা মিসেস মোকারেমা রেজা (৭০) বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে সাম্প্রতিক সময়ে তার অবস্থার আরও অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিসেস মোকারেমা রেজার শারীরিক অবস্থা চিন্তার বিষয় এবং তার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন। তারা দেশবাসীর প্রতি আবেদন জানিয়েছেন, যেন সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করেন।

উল্লেখ্য, শর্মিলা রহমানের পিতা প্রয়াত এম এইচ হাসান রাজা। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করলেও মায়ের অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

সৈয়দা শর্মিলা রহমান সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন না। তবে এই আকস্মিক দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি করেছে। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী হিসেবে বিএনপির অনেক নেতা-কর্মীর সাথেও তার সুসম্পর্ক রয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি, তিনি তার মায়ের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে মিসেস মোকারেমা রেজার চিকিৎসা চলছে, এবং তার সুস্থতার জন্য সবাই যেন দোয়া করেন। তারা আশা করছেন, দেশবাসীর ভালোবাসা ও প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আফরোজা

×