ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হোক সবার শান্তি, ঐক্য, আনন্দ ভাগাভাগি, আল্লাহর কাছে এই কামনা: তারেক রহমান

প্রকাশিত: ২১:৫৮, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ২১:৫৮, ৩০ মার্চ ২০২৫

স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হোক সবার শান্তি, ঐক্য, আনন্দ ভাগাভাগি, আল্লাহর কাছে এই কামনা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আবেগময় বার্তা দিয়েছেন। রবিবার (৩০ মার্চ) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এই বার্তায় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং ঐক্য, সংহতি ও সতর্কতার আহ্বান জানান।

তারেক রহমান লেখেন, "বাংলাদেশের জনগণ এবং বিশ্বের মুসলিম উম্মাহ যখন ঈদুল ফিতর উদযাপন করছে, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক!সতেরো বছর ধরে নিপীড়িত বাংলাদেশিরা স্বপ্ন দেখেছিল এমন এক ঈদের, যেখানে তারা স্বাধীনভাবে উদযাপন করতে পারবে, কোনো স্বৈরশাসকের দমন-পীড়ন ছাড়া। অবশেষে ২০২৪ সালে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এক ঐতিহাসিক গণ-আন্দোলনের মাধ্যমে, যেখানে দুই হাজারের বেশি প্রাণের বিনিময়ে, বাংলাদেশ ছিঁড়ে ফেলেছে স্বৈরশাসনের শৃঙ্খল।
এই ঈদ আমাদের জন্য এক নতুন সূর্যোদয়ের প্রতীক। প্রায় দুই দশক পর আমরা রমজানের পর এই পবিত্র দিনটি উদযাপন করছি এক সত্যিকারের স্বাধীন দেশে।"

 

তারেক রহমান আরও বলেন, "আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—সেই সব শহীদদের জন্য, যারা এই মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের জন্য, যারা এখনো বয়ে বেড়াচ্ছেন এই সংগ্রামের ক্ষতচিহ্ন।"


ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি সবাইকে আহ্বান জানান, বিশেষ করে বিএনপি নেতা-কর্মীদের, যেন তারা এই আনন্দ ভাগ করে নেন সেইসব পরিবারের সঙ্গে, যারা এই দীর্ঘ সংগ্রামে আপনজন হারিয়েছেন বা নিপীড়নের শিকার হয়েছেন।

সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, "আপনার আশেপাশের দুঃস্থদের পাশে দাঁড়ান। এতিমখানার শিশুদের সঙ্গে ঈদের খাবার ভাগ করে নিন, যেন তারা একাকীত্ব অনুভব না করে। দারিদ্র্যের কারণে কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করুন।"


এছাড়া, বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ কমাতে তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি অনুরোধ জানান, যেন অতিরিক্ত ভাড়া আদায় করে সাধারণ যাত্রীদের কষ্ট না বাড়ানো হয়।

তারেক রহমান সতর্ক করেন, "যদিও আমরা স্বাধীন, তবু ষড়যন্ত্র এখনো রয়ে গেছে। অতীতের সেই স্বৈরাচারী শক্তি এখনো সক্রিয়, তারা আমাদের অর্জনকে ধ্বংস করতে চায়। তাই আমি সবাইকে আহ্বান জানাই—ঈদের ছুটিতে আমরা যেন ঐক্যবদ্ধ ও সজাগ থাকি, যাতে কোনো ষড়যন্ত্র আমাদের নতুন স্বাধীনতাকে হুমকির মুখে না ফেলে।"

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "ঈদের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কোনো অপশক্তি জনজীবনে অস্থিরতা সৃষ্টি করতে না পারে।"


তারেক রহমান তার বার্তার শেষে বলেন, "এই প্রথমবার, আমরা এক মুক্ত বাংলাদেশে ঈদ উদযাপন করছি—আসুন, একে শান্তি, সংহতি ও ভালোবাসার উৎসবে পরিণত করি। আমি মহান আল্লাহর কাছে এই বরকতের জন্য প্রার্থনা করি। ঈদ মোবারক!"

আফরোজা

×