ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সড়কপথে স্বস্তির যাত্রা, নেপথ্যে কারণ জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

প্রকাশিত: ২০:৫০, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫৯, ৩১ মার্চ ২০২৫

সড়কপথে স্বস্তির যাত্রা, নেপথ্যে কারণ জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ার পিছনে কতগুলো কারণ আছে। আজ রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীতে সাধারণ মানুষের ঈদ যাত্রা পরিদর্শন শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ার কিছু কারণ উল্লেখ করেন।

প্রথম কারণ হিসেবে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, 'আসলে কোনো কিছুই অপরিকল্পিতভাবে হয় না। প্রফেসর ইউনূস আমাদের বলছেন যে, ঈদের সময় মানুষের বাড়ি যেতে খুব কষ্ট হয়। তো তোমরা এটা দেখো কিছু করতে পারো কিনা।'

ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ার দ্বিতীয় কারণ হিসেবে তিনি আরও বলেন, 'আমরা এবার সরকার হিসেবে কাজ করছি। একসময় সড়কে পুলিশ পুলিশের কাজ করতো, রেল রেলের কাজ করতো। একেকজন আলাদা আলাদা ভাবে কাজ করেছে। কিন্তু এবার আমরা একসঙ্গে কাজ করছি।'

পুলিশ এবার অসাধারণ কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ার তৃতীয় কারণ হিসেবে তাদের একত্রে দেশ হিসেবে কাজ করার কথা জানান। তিনি বলেন, 'শ্রমিক সংগঠন, মালিক সংগঠন, পরিবহন সংগঠন, পুলিশ সবাই আমরা একসাথে কাজ করছি। সবার সহযোগিতা ছাড়া শুধুমাত্র সড়ক বিভাগের পক্ষে এটা সম্ভব হতো না।'

উপদেষ্টা জানান, সরকারের সব বিভাগ- সড়ক বিভাগ, রেল বিভাগ, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ সবাই মিলে দেশ হিসেবে একত্রে কাজ করার কারণেই নির্বিঘ্ন ঈদ যাত্রা সম্ভব হয়েছে। এছাড়া, সবাই যদি দেশ হিসেবে ভিন্ন ভিন্ন কাজ করে তাহলে ঈদ কাটিয়ে শহরে ফেরার সময়ও কারো কোনো অসুবিধা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=FuYp4tKS6nE

রাকিব

আরো পড়ুন  

×