ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির যা স্মরণ করলেন

প্রকাশিত: ২০:৩৫, ৩০ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির যা স্মরণ করলেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন। তিনি বলেন, "রহমত, মাগফিরাত এবং নাজাতের পূর্ণ একটি মাস আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আমরা কাটালাম। মহান রবের দরবারে দোয়া করি, বারাকাপূর্ণ এই মাস আমাদের জীবন থেকে সব ধরনের গুনাহ ভুল ত্রুটিকে মুছে দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করে দিক।"

ডা. শফিকুর রহমান আরও বলেন, "এই মাস হোক আমাদের উসিলা এবং আল্লাহ রাব্বুল আলামীন সর্বোচ্চ বিনিময় হিসেবে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচানোর পথ তৈরি করে দিন এবং জান্নাতের জন্য আল্লাহতালা আমাদেরকে কবুল করুন।"

বিগত সাড়ে ১৫ বছরের কঠিন দুঃশাসনের পর এবারের ঈদ জাতীয় জীবনে একটি নতুন মাত্রা নিয়ে হাজির হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, "এই সময়ে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন, অনেক বোন তার স্বামীকে, অনেক সন্তান তার পিতাকে, অনেক ভাই-বোন তাদের ভাইকে, আবার অনেক বোন তাদের ভাইকে হারিয়েছেন। এক্ষেত্রে মায়েরা, ভাই-বোনেরা, সন্তানরা একে অপরের জন্য কষ্টে ভুগছেন।"

এছাড়াও, ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, "কিছু আল্লাহর বান্দা এখনো নিখোঁজ আছেন, যাদেরকে অপহরণ করে নিকৃষ্ট স্থান ‘আয়নাঘর’-এ নিয়ে যাওয়া হয়েছিল। তাদের অবস্থা এখনো অজানা এবং তাদের স্বজনরাও তাদের অবস্থা জানেন না।"

তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, "জুলুমের শিকার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত এবং পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদের সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন এবং যারা এখনও তাদের আপনজনের কাছে ফিরে আসেননি, আল্লাহ তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিন।"

ডা. শফিকুর রহমান ঈদের এই শুভক্ষণে দেশের সকল জনগণকে একত্রিত হয়ে শান্তি, ভ্রাতৃত্ব ও সহানুভূতির পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান।

তিনি তার বার্তায় দেশবাসীকে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার পাশাপাশি দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

আবীর

আরো পড়ুন  

×