ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

আগের সরকারের ব্যবসা ছিলো মুক্তিযুদ্ধ, প্রতিপক্ষকে ঘায়েল করতো রাজাকার বলে: এনায়েতুল্লাহ আব্বাসী

প্রকাশিত: ১৯:৫৭, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৫৮, ৩০ মার্চ ২০২৫

আগের সরকারের ব্যবসা ছিলো মুক্তিযুদ্ধ, প্রতিপক্ষকে ঘায়েল করতো রাজাকার বলে: এনায়েতুল্লাহ আব্বাসী

ছবি: সংগৃহীত

জৈনপুরী দরবারের পীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে বলেছেন, আগের যে সরকার ছিলো, তাদের ব্যবসাই ছিলো 'মুক্তিযুদ্ধ'। আর প্রতিপক্ষকে তারা ঘায়েল করত 'রাজাকার' বলে।

এছাড়া, 'স্বাধীনতার চেতনা' পতিত আওয়ামী লীগ সরকারের ব্যবসার বড় পুঁজি ছিলো বলে উল্লেখ করে আব্বাসী বলেন, আর এইগুলোর ঠিকাদারি নিয়েছিল বুদ্ধিজীবীরা। তারা প্রতিপক্ষকে ঘায়েল করত 'তুই রাজাকার' বলে।

আওয়ামী লীগ পালিয়েছে এবং বুদ্ধিজীবীরাও গা ঢাকা দিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, 'এখন আবার বের হয়েছে রাষ্ট্রচিন্তক। এর মধ্যে একজন হচ্ছে ফরহাদ মজহার।'

ফরহাদ মজহারকে কুলাঙ্গার আখ্যা দিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, 'এই কুলাঙ্গারটা সমন্বয়কদের মাথা ওয়াশ করছে। আলহামদুলিল্লাহ পারবে না, কারণ সমন্বয়কদের একটা বিরাট অংশ আমার সাথে সম্পর্ক রাখে এবং আসে আমার কাছে।'

 

সূত্র: https://www.facebook.com/share/v/165bZXLxsE/

রাকিব

আরো পড়ুন  

×