ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

গলাচিপায় জুলাই অভ্যুত্থানে ৬ শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, গলাচিপা

প্রকাশিত: ১৯:৩৩, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৩৩, ৩০ মার্চ ২০২৫

গলাচিপায় জুলাই অভ্যুত্থানে ৬ শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৬ শহীদ পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এসব শহীদরা জুলাই আন্দোলনের সময়ে নিহত হয়েছিলেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় রবিবার (৩০ মার্চ) দুপুরে গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের শহীদ আতিক আহমেদ, ডাকুয়া ইউনিয়নের শহীদ মো. সাগর গাজী, চরকাজল ইউনিয়নের চরশিবা গ্রামের শহীদ মো. রাসেল, আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের শহীদ মো. জাহাঙ্গীর খান, কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. হাফেজ রাব্বি ও চিকনিকান্দী ইউনিয়নের পানখালী গ্রামের শহীদ মামুন হাওলাদারের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় মিনিটর প্রফেসর ড. মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির আহম্মেদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল। 
 
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা গলাচিপা উপজেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন, গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক জাহিদ হোসেন জনি, গলাচিপা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ প্রিতম, পৌর ছাত্রদলের আহবায়ক এমদাদুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। 

এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে বিএনপি আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাদের সব ধরনের দুঃখ-কষ্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাগ করে নেবেন। সহায়তার এই ধারা সবসময় অব্যাহত থাকবে।

আবীর

আরো পড়ুন  

×