ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

অতিরিক্ত দামে মাংস বিক্রি: অর্ধ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৯:২৬, ৩০ মার্চ ২০২৫

অতিরিক্ত দামে মাংস বিক্রি: অর্ধ লক্ষ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জেলার গৌরনদীতে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় অভিযান চালিয়ে এক মাংস বিক্রেতাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার দুপুরে পৌর এলাকার আশোকাঠী বাজারের মাংস ব্যবসায়ী বাবুল কসাইয়ের দোকানে এ অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মাংস ব্যবসায়ীদের সাথে সভা করে সাতশ থেকে সাড়ে সাতশ টাকা পর্যন্ত প্রতি কেজি মাংসের মূল্যে নির্ধারণ করে দেওয়া হয়।

সেই সিদ্ধান্তকে অমান্য করে আশোকাঠী বাজারের জনৈক বাবুল কসাইয়ের দোকানে প্রতি কেজি মাংস আটশ টাকায় বিক্রি করা হচ্ছিলো। 

একাধিক ভোক্তার মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মাংস বিক্রেতা বাবুল কসাইকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি (রাজিব হোসেন) উল্লেখ করেছেন।

আবীর

আরো পড়ুন  

×