ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

প্রকৃতপক্ষে ঈদ তো তার জন্য, যে আল্লাহর আনুগত্যের মাত্রা বৃদ্ধি করতে পেরেছে: আসিফ আদনান

প্রকাশিত: ১৯:২৩, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ০২:০৩, ৩১ মার্চ ২০২৫

প্রকৃতপক্ষে ঈদ তো তার জন্য, যে আল্লাহর আনুগত্যের মাত্রা বৃদ্ধি করতে পেরেছে: আসিফ আদনান

ছবি: সংগৃহীত

ইসলামি লেখক, গবেষক ও অনলাইন এক্টিভিস্ট আসিফ আদনান তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'ইনশাআল্লাহ, বাংলাদেশসহ উপমহাদেশ, সিরিয়া, মিশর, মালায়শিয়া, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশগুলোতে ঈদ-উল-ফিতর পালিত হবে আগামীকাল।'

এছাড়া, তিনি ইমাম ইবনু রজব আল-হানবলী রাহিমাহুল্লাহর একটি উক্তি উদ্ধৃত করে লেখেন, 'ঈদ তো নতুন কাপড় পরিধানকারীর জন্য নয়, প্রকৃতপক্ষে ঈদ তো তার জন্য, যে আল্লাহর আনুগত্যের মাত্রা বৃদ্ধি করতে পেরেছে।'

ঈদের খুশির সাথে সাথে নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য সবাইকে দুআ এবং ইবাদাতে স্মরণ করার আহ্বানও জানিয়েছেন তিনি। সবাইকে ঈদ মুবারাক জানিয়ে তিনি লেখেন, আল্লাহ যেন আমাদের ঈদ উদযাপনের ক্ষেত্রে তাকওয়া এবং শরীয়াহর খেলাফ যেকোনো কিছু থেকে বিরত রাখেন।

 

সূত্র: https://www.facebook.com/share/1G91odR27Y/

রাকিব

আরো পড়ুন  

×