
ছবি: সংগৃহীত
রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, “শৈশব থেকে আমরা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকেই দেখে এসেছি। ফলে দীর্ঘদিন ধরে ড. ইউনূসকে নেতিবাচকভাবেই উপস্থাপন করা হয়েছে। আমাদের কাছে তাকে ‘সুদখোর’ হিসেবেই চেনানো হয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছি, তিনি আসলে এক অসাধারণ মানুষ—খুবই সাধারণ, আন্তরিক ও বিনয়ী।”
তিনি আরও বলেন, “ড. ইউনূস পুরো বিশ্বে সম্মানিত হলেও, বাংলাদেশের মানুষের কাছে তিনি দীর্ঘদিন সেই স্বীকৃতি পাননি। এখন যখন মানুষ তার অবদান সম্পর্কে সচেতন হচ্ছে, তখন মনে হচ্ছে হয়তো এটাই তার দীর্ঘদিনের না পাওয়ার ব্যথা ছিল। তিনি তরুণদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। তার মতো একজন ব্যক্তিত্ব আমাদের গর্ব।”
আবীর