
প্রতীকী ছবি
ফরিদপুরের সদরপুরে বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছেন ছেলে রিফাত হোসেন (১৮)।
জানা গেছে, গত ২৭ মার্চ দুপুর অনুমানিক ১টার দিকে মোঃ রিফাত হোসেন তার বাবা মোঃ সাইফুল ইসলাম খানকে এবারের ঈদে তাকে (রিফাত) মোটরসাইকেল কিনে দিতে বলেন। কিন্তু তার বাবা মোটরসাইকেল কিনে দিতে রাজি হয় না।
এ নিয়ে বাবার সাথে ঝগড়া করে করে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে রিফাত। বিষপান করার পরে তার মা দেখে ফেললে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে অবস্থা খারাপ হলে গতকাল ২৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ মার্চ সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন।
তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।
এ ব্যাপারে সদরপুর থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
নিপু/রাকিব