ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সাভারে দশ বাস কাউন্টারকে অর্থদণ্ড

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৮:০৪, ৩০ মার্চ ২০২৫

সাভারে দশ বাস কাউন্টারকে অর্থদণ্ড

ছবি: সংগৃহীত

সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দশ বাস কাউন্টারকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
রবিবার আশুলিয়ার নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার ও একইদিন সাভার বাজার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, "ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে নবীনগর ও বাইপাইল কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় চারটি কাউন্টারকে মোট ২০ হাজার টাকা জরিমানা ও বাকিদের সতর্ক করা হয়েছে।"

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, "এদিন ঈদ উপলক্ষে সাভারে কাউন্টারগুলোতে ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে টিকিট মূল্য বেশি নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাস কাউন্টারে টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি কাউন্টার কর্তৃপক্ষকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।" তিনি আরও বলেন, "সাভারে হানিফ কাউন্টারে টিকিটের মূল্য তালিকা দেখতে চাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের মামলার হুমকি গালিগালাজ করেন ঢাকা জেলা উত্তরের হানিফ কাউন্টারের পরিচালক রমিজ উদ্দিন। পরে তাকে আটক করলে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পান ও ক্ষমা প্রার্থনা করেন।"

আবীর

আরো পড়ুন  

×