ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হবে যদি তার মেধা থাকে, গত ১৭ বছর তারেক রহমানের জন্য সহজ ছিলো না

প্রকাশিত: ১৮:০৪, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৮:০৫, ৩০ মার্চ ২০২৫

কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হবে যদি তার মেধা থাকে, গত ১৭ বছর তারেক রহমানের জন্য সহজ ছিলো না

ছবিঃ সংগৃহীত

নির্বাচনী রাজনীতি এবং নেতৃত্ব নিয়ে বক্তব্য প্রদানকালে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, "একটি বয়সে মানুষ দুনিয়া পরিবর্তন করতে চায়, তবে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তনও করতে হয়। রাজনীতি একটি কঠিন খেলা, যেখানে আপনি নিজের মেধা, পরিশ্রম ও দক্ষতা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন।"

তিনি আরও বলেন, "অনেক সময় মানুষের মধ্যে কমপ্লেক্স তৈরি হয় যে, কৃষকের ছেলে হতে হবে অথবা গরীব হওয়ার কারণে নেতা হওয়া সম্ভব নয়। কিন্তু রাজনীতি একটি ভিন্ন ধরনের খেলা, যেখানে শিক্ষা, অর্থ, এবং বংশের প্রভাব থাকলেও শেষ পর্যন্ত খেলা আপনাকেই খেলতে হয়।"

পলিটিক্সের বাস্তবতা তুলে ধরে ব্যারিস্টার পার্থ বলেন, "অনেক রাষ্ট্রপতির ছেলেরাও কিছু করতে পারেনি, আবার অনেকে সফল হয়েছে। শেখ হাসিনা বা খালেদা জিয়া হওয়া কিন্তু সহজ ছিল না। আপনাদের মনে হতে পারে যে, টেন্ডুলকারের ছেলে হিসেবে আপনি সবাইকে চেনেন, কিন্তু খেলতে আপনাকেই হবে। ১৫০ কিলোমিটার স্পিডে বল ফেস করতে হবে। বাইরে থেকে আপনি মনে করতে পারেন যে, টেন্ডুলকারের ছেলে হিসেবে সুযোগ পাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে হয়।"

তিনি আরও বলেন, "রাজনীতি খুব কঠিন। একেক স্টেজে একেক ধরনের শত্রু থাকে। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে থাকলে আপনার শত্রুরা থাকবে, আবার আরও উচ্চ স্তরে গেলে শত্রুর পরিচয় ও কৌশল বদলে যাবে। তাই আপনাকে সহজ কিছু দেওয়া হচ্ছে না।"

পার্থ বলেন, "তারেক রহমানের জন্য গত ১৭ বছর সহজ ছিল না, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। ছাত্রদের যেসব মন্তব্য শুনছি, তা আমার কাছে বাস্তবতা থেকে অনেক দূরে মনে হচ্ছে। রাজপথের সংগ্রাম এবং খাওয়ার টেবিলের আলোচনা এক নয়।"

তিনি শেষ করে বলেন, "কৃষকের ছেলে, গরীবের ছেলে, ধনীর ছেলে কিংবা ফিল্ম স্টারের ছেলে, যে কেউ যদি মেধা এবং রাজনৈতিক শিক্ষা অর্জন করে, তাহলে প্রধানমন্ত্রী হতে পারে।"
 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1E9rVaHeot/

মারিয়া

আরো পড়ুন  

×