ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

কয়েকদিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে গণধোলাই

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৭:৫০, ৩০ মার্চ ২০২৫

কয়েকদিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে গণধোলাই

ছবি: সংগৃহীত

মাত্র কয়েকদিনের ব্যবধানে ৬ ও ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আজ রোববার (৩০ মার্চ) আব্দুর রহমান (৩৮) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ তাকে (ধর্ষণে অভিযুক্ত) উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের। গণধোলাইয়ের শিকার আব্দুর রহমান ওই গ্রামের কালাম মিয়ার ছেলে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানিয়েছেন, রোববার (৩০ মার্চ) বেলা এগারোটার দিকে ধর্ষণের শিকার শিশুর পরিবারের সদস্যরা গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত আব্দুর রহমানকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, ধর্ষণের ঘটনা এর আগে শিশুদের পরিবার কিংবা স্থানীয় কেউ থানা পুলিশকে জানায়নি। এমনকি লিখিত অভিযোগও দায়ের করেননি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

রাকিব

আরো পড়ুন  

×