
ছবিঃ সংগৃহীত
নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে অন্তবর্তী সরকারের মধ্যে এক ধরনের অস্পষ্টতা দেখা যাচ্ছে, যা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, "সরকার যদি স্পষ্টভাবে জানায় যে আগামী জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাহলে মানুষের মাঝে কোন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে না। যদি আগে থেকেই জানানো হয় যে নির্বাচনের জন্য প্রস্তুত হতে কিছু সময় লাগবে, তবে সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।"
তিনি আরও বলেন, "নির্বাচন বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্টতা না থাকলে জনমনে নানা প্রশ্ন উঠে আসে। আমাদের দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে, যারা তাদের প্রয়োজনীয়তা ও ইচ্ছার প্রতি গুরুত্ব দিবে। তবে, জনগণ জানে যে নির্বাচিত প্রতিনিধিরা তাদের বাড়িতে পোলাও-কোরমা পাঠাবে না। তারা জানে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে বাস্তব পরিস্থিতি কী হবে, তবে তারা এখনও ভোট দিতে চায়।"
মাসুদ কামাল বলেন, "এই মুহূর্তে সরকারের কাজ হচ্ছে জনগণকে পরিষ্কারভাবে জানানোর যে, তারা কী কাজ করতে চায় এবং কী কাজ করতে পারবে না। এই পরিষ্কার ঘোষণা দিলে নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।"
তিনি আরও যোগ করেন, "নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কে আগামীতে ক্ষমতায় আসবে, কে শাসন ক্ষমতায় বসবে। জনগণের ইচ্ছা ও মতামতই মূল বিষয়।"
তথ্যসূত্রঃ https://youtu.be/aLkeB3tNqdg?si=_p6dv81CPhSZfym2
মারিয়া