
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় সফরটি ছিলো ঐতিহাসিক।
রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চীন সফরে একটি বড় মিশন ছিলো চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ করা জানিয়ে তিনি আরও বলেন, 'চীন সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন-২০২৫ এ যোগদান করেন। এ সম্মেলনের মধ্যমণি ছিলেন অধ্যাপক ইউনূস।
শফিকুল আলম জানান, বোয়াও সম্মেলনে এশিয়ার শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ- রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসাররা যোগ দেন। এশিয়ার লিডারদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। চীনে অনুষ্ঠিত এ সম্মেলনের এবারের মধ্যমণি ছিলেন প্রধান উপদেষ্টা।
২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টার ঐতিহাসিক মিটিং হয়। এছাড়াও, তিনি (প্রধান উপদেষ্টা) চীনের বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন বলেও জানান তিনি (প্রেস সচিব)।
সূত্র: https://www.facebook.com/share/v/1CWDbqKPKL/
রাকিব