ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ভাড়া কতো? যাত্রীকে স্বরাষ্ট্র উপদেষ্টা, ঈদযাত্রায় এবার কোন কালোবাজারি হচ্ছে না, আমি খুশি

প্রকাশিত: ১৬:০৫, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৬:০৭, ৩০ মার্চ ২০২৫

ভাড়া কতো? যাত্রীকে স্বরাষ্ট্র উপদেষ্টা, ঈদযাত্রায় এবার কোন কালোবাজারি হচ্ছে না, আমি খুশি

ছবিঃ সংগৃহীত

ঈদযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "ঈদযাত্রায় এবার কোনো কালোবাজারি হচ্ছে না, আমি অনেক খুশি।"

তিনি আরো বলেন, "যা দেখলাম, আপনিও তা দেখছেন। ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, কোনো ট্রেনেই লেট হচ্ছে না। এছাড়া, দুই নাম্বারে কোনো কালোবাজারি হচ্ছে না এবং টিকিট পাওয়ার ক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না।"

এছাড়া, তিনি উল্লেখ করেন যে, ঈদের সময়ে ২৫% স্ট্যান্ডিং প্যাসেঞ্জার বরাদ্দ দেওয়া হয়েছে, তবে সবার জন্য সিট দেয়া সম্ভব নয়। তিনি জনগণকে সচেতন করে বলেন, "এখন থেকে ট্রেনের ছাদে ওঠা নিষেধ, কারণ অনেক সময় কেউ শেষ মুহূর্তে ছাদে উঠে যায়, যা দুর্ঘটনার কারণ হতে পারে।"

এছাড়া, তিনি বলেন, "যাত্রীরা বেশ কমফোর্টেবল, বাচ্চারা দাদা-দাদী ও নানা-নানির সাথে ঈদ করতে যাচ্ছে এবং তারা খুশি।"

একই সঙ্গে, তিনি যাত্রীদের কাছ থেকে ভাড়া সম্পর্কিত প্রশ্নও করেন এবং আশা প্রকাশ করেন যে এবারের ঈদযাত্রা হবে সুস্থ ও নিরাপদ।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1DTQbJ36TS/

মারিয়া

আরো পড়ুন  

×