
ছবি: সংগৃহীত
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। আজ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান ১৬.৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে রওনা হয়েছে। এই ত্রাণের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাবু, মশারি, সোলার লাইটসহ বিভিন্ন জরুরি সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।
দুপুরে সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "ভূমিকম্পের কারণে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট দেখা দিয়েছে, এবং এই ত্রাণ সামগ্রী সেই সংকট মোকাবিলায় সাহায্য করবে।"
তিনি আরও জানান, "আজকের ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হচ্ছে একটি পরিকল্পিত ত্রাণ সহায়তার অংশ হিসেবে। পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে আরও ত্রাণ এবং উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে।"
এ মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বলে আশা করা হচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=sLozsl8U_bc
আবীর