ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

আমার যে পরিস্থিতি, তাতে কেউ আর সালামি দিচ্ছে না: পরীমনি

প্রকাশিত: ১৫:৩৯, ৩০ মার্চ ২০২৫

আমার যে পরিস্থিতি, তাতে কেউ আর সালামি দিচ্ছে না: পরীমনি

ছবি: সংগৃহীত

ঈদ সালামি প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি জানান, তাকে কেউ আর সালামি দিচ্ছে না।

চিত্রনায়িকা গণমাধ্যমকে বলেন, 'দেখেন, পৃথিবীতে দুইটা জিনিস চলে, মানে আমরা যারা সালামির বিষয়ে জানি। একটা হচ্ছে দেওয়া, একটা হচ্ছে নেওয়া।'

সালামি দেওয়া কিংবা নেওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে উল্লেখ করে তিনি জানান, তার বর্তমান যে পরিস্থিতি, তাতে তাকে কেউ আর সালামি দিচ্ছে না।

কেন সালামি পাচ্ছেন না প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কারণ আমার মুরব্বি আর আমার জীবনে নেই, আমার নানুভাই নেই। তাকে প্রথম সালাম করব, পাঞ্জাবি ধরে টানাটানি করে বলব, নানুভাই, সালামি দাও, ওইটা নেই।'

'তাই আমার আসলে সালামি দিতে হয়। শুধু এবার না, আগে থেকেই দিচ্ছি। তবে এবার একটু বেশি চাপ', যোগ করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে পরীমনির নানা চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

সূত্র: https://www.facebook.com/share/r/1BKbfGaTR9/

রাকিব

×