ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সৌদির সঙ্গে মিল রেখে কালকিনিতে প্রায় ২০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১৫:১৩, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৫:১৪, ৩০ মার্চ ২০২৫

সৌদির সঙ্গে মিল রেখে কালকিনিতে প্রায় ২০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের কালকিনিতে প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার সাহেবরামপুর, কয়ারিয়া ও সিডিখান ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের বিভিন্নস্থানে নারী-পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। 

জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারো সুরেশ্বরের ভক্তরা ওই এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালন করেন। সুরেশ্বরের ভক্ত আব্দুস সালাম, সেকান্দার, সবুজ ও আলী আকবরসহ বেশ কয়েকজন বলেন, আমরা সৌদির সঙ্গে মিল রেখে দুটো ঈদই পালন করে আসছি।

এ ব্যাপারে ইমাম মাওলানা সৈয়দ মো. মকসুদ খান বলেন, "সুরেশ্বরের মুরিদরা অনুসারীদের নিয়ে ভিন্নভাবে ঈদ পালন করে আসছেন। সৌদির সঙ্গে মিল রেখে আমরা ঈদ উদযাপন করি। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।"

আবীর

আরো পড়ুন  

×