
ছবি: সংগৃহীত
রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। ঈদে বাড়ি ফেরা ঘরমুখো যাত্রীরা ট্রেন যাত্রায় স্বস্তিতে আছেন জানিয়ে তিনি বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, "আমরা এখানে কোন রকমের দুর্নীতির প্রশ্রয় দেইনি এবং রেলের কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে। আমাদের লক্ষ্য, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাতে কোনো অঘটন না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা।" তিনি বলেন, "জনগণও সচেতন, আমাদের বাহিনীও সেভাবে সচেতন," যা ঈদ যাত্রাকে আরও নিরাপদ ও সুষ্ঠু করতে সাহায্য করছে।
এ সময় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি ঘরমুখো যাত্রীদের সাথে কথা বলেন এবং জানান, "সরকারের সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে, যার ফলে এবারের ঈদ যাত্রা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে হচ্ছে।"
এছাড়া, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, এবারের ঈদ যাত্রায় যাত্রীদের জন্য পরিবহন ব্যবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে, যাতে তারা স্বস্তি ও নিরাপত্তার সাথে গন্তব্যে পৌঁছাতে পারে।
স্বরাষ্ট্র ও সড়ক উপদেষ্টাদের সম্মিলিত কার্যক্রমে এবারের ঈদ যাত্রা সফলভাবে সম্পন্ন হতে পারে বলে আশা করা যাচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=GFjBJNyMy-k
আবীর