ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

আপনার তেল আপনি রিজার্ভ করে রেখে দেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৪:৩৬, ৩০ মার্চ ২০২৫

আপনার তেল আপনি রিজার্ভ করে রেখে দেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম বলেছেন, কে ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাকেই আপনারা তেল দেওয়া শুরু করে দিয়েছেন, আপনার তেল আপনি রিজার্ভ করে রেখে দেন।

তিনি আরও বলেন, 'আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিয়েছেন, ক্ষমতায় আসলে সেসময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে। আরেকজন তেল দিয়ে আপনার চেয়ে এগিয়ে গেল। আপনার তেল আপনি রিজার্ভ করে রেখে দেন। কারো তেল দেওয়ার দরকার নাই, এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে।'

তেলবাজি বন্ধ করতে হবে জানিয়ে প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাচ্ছে, আবার ওদিক দিয়ে হারামের পয়সা পকেটে নিচ্ছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুররা বলতে পারবে নামাজ কবুল হয় কি হয় না।

এছাড়া, শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'তাদের (সন্ত্রাসী) কিন্তু আটকানো সম্ভব না। তারা ২০-২৫ বছর জেল খাটার পর আইনি প্রক্রিয়ায়ই কিন্তু বের হয়ে যাচ্ছে।'

সন্ত্রাসীরা জেল থেকে বের হয়ে সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন এবং এক্ষেত্রে সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না বলে জানান।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=MzFrM7Qe0Do

রাকিব

আরো পড়ুন  

×