ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বাস ভাড়া বেশি নির্ধারণ করেছে বিআরটিএ, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত: ১৪:২৭, ৩০ মার্চ ২০২৫

বাস ভাড়া বেশি নির্ধারণ করেছে বিআরটিএ, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার

ঈদযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তবে বাস ভাড়া নির্ধারণে বিআরটিএ’র প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। উপদেষ্টা জানান, বর্তমানে যাত্রীরা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ বেশি নিচ্ছেন না, বরং কিছু ক্ষেত্রে কম নেওয়ারও নজির পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, “আমি বিআরটিএ চেয়ারম্যানকে অনুরোধ করেছি যেন আগামীকাল যখন নতুন ভাড়া নির্ধারণ করা হবে, তখন সেটা যেন কমানো হয়। বর্তমানে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেটি আমার মনে হয়েছে কিছুটা বেশি।”

পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এলাকাগুলো মোটামুটি পরিষ্কার আছে। সিটি কর্পোরেশন চাইলে আরও কিছুটা উন্নতি করতে পারে।”

সদরঘাটে পরিদর্শন শেষে তিনি জানান, “আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তাদের কোনো বড় অভিযোগ পাইনি। আমি শুধু এখানে নয়—রেলস্টেশন, বিআরটিসি, কক্সবাজার, এমনকি গতকাল সদরঘাটেও গিয়েছিলাম। সব জায়গাতেই পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে।”

তিনি আরও বলেন, “এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলেই মনে হচ্ছে। আমরা তো আমাদের কাজ করেছি, এখন মূল্যায়ন করবেন আপনারা। পণ্যের দামও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল কি না, সেটিও আপনারা ভালোভাবে বলতে পারবেন।”

সূত্র : https://www.facebook.com/share/v/18TyFRVKuw/

রাজু

আরো পড়ুন  

×