ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মোংলায় ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৪:০৪, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৪:০৫, ৩০ মার্চ ২০২৫

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মোংলায় ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারের বাসিন্দারা।

আজ রোববার (৩০ মার্চ) সকাল ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে এই ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান। এতে শতাধিক মুসল্লি অংশ নেন। 

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

চটেরহাট বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মো: ইয়াছিন শেখ বলেন, 'দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করছি। বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়া করা হলো। পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই রোজা। প্রতি বছর সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু করি আমরা। এখানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা হয়।'

রাকিব

আরো পড়ুন  

×