ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

শুধু ফিলিস্তিন নয়, ভারতেও নির্ভিঘ্নে ঈদ উদযাপনে শঙ্কার সৃষ্টি হয়েছে মুসলিমদের: ইসলামী ছাত্রশিবির

প্রকাশিত: ১৩:০১, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৩:০২, ৩০ মার্চ ২০২৫

শুধু ফিলিস্তিন নয়, ভারতেও নির্ভিঘ্নে ঈদ উদযাপনে শঙ্কার সৃষ্টি হয়েছে মুসলিমদের: ইসলামী ছাত্রশিবির

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম আজ (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র ঈদুল ফিতর আত্মশুদ্ধি, তাকওয়া ও খুশির বার্তা নিয়ে এসেছে, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক।”

নেতৃবৃন্দ ঈদ উদযাপনে মিশ্র অনুভূতি প্রকাশ করে জানান, "আজ আমরা স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারছি, তবে দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পর এ স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।" তারা শহীদ পরিবার ও আহত গাজীদের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান।

এছাড়া, তারা আরও বলেন, “আজ মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলিম জনগণ শিকার হচ্ছে বর্বর হামলার। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে ইসরাইল তাদের ওপর হামলা চালাচ্ছে।” ভারতের মুসলমানদেরও ঈদ উদযাপনে শঙ্কা সৃষ্টি হয়েছে বলে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন মজলুমদের হাতে শক্তি এবং জালিমদের হাত দুর্বল হয়।

নেতৃবৃন্দ ঈদের এই মহা আনন্দঘন মুহূর্তে সমাজের প্রতিটি স্তরের মধ্যে ভালোবাসা, সমতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সকলকে একসাথে ঈদ উদযাপন করতে আহ্বান জানান। তারা বলেন, “ঈদ কেবল আনন্দ নয়, এটি ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন গড়ার সুযোগ। আমাদের দায়িত্ব, আমরা যেন বিভেদ ভুলে মানবতার সেতুবন্ধন গড়ে তুলি।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18WLsPhVz6/

মারিয়া

×